২৫ মার্চ পর্দায় আসছে মান্নার ছবি ‘লীলামন্থন’ - bdwritten.blogspot.com

Latest

ভালোবাসার গল্পো ,কবিতা,গান, ও না জানা কথা দিয়ে সাজানো

Tuesday, March 1, 2016

২৫ মার্চ পর্দায় আসছে মান্নার ছবি ‘লীলামন্থন’

ছবি: সংগৃহীত।
(প্রিয়.কম) অবশেষে ঘটল অপেক্ষার অবসান।আসছে ২৫ মার্চ মান্না অভিনীত শেষ ছবি ‘লীলামন্থন’ মুক্তি পাবে। আর মান্নার মৃত্যুর আট বছর পর এদিনে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। চলচ্চিত্রটির প্রদর্শকসূত্র জানায়, ঢাকাসহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে দেখানো হবে ছবিটি।
মান্নার মৃত্যুর পর শুটিংয়ের দীর্ঘসূত্রিতা। এরপর পাঁচ বছর ধরে সেন্সর বোর্ডে আটকে ছিলো ছবিটি। পরিচালক জাহিদ হোসেন জানান, ২০০৫ সালে এর দৃশ্যধারণ শুরু হয়েছিলো। কাজ ৯০ শতাংশ শেষ করে পরপারে পাড়ি জমান মান্না (১৭ ফেব্রুয়ারি, ২০০৮)। ২০১১ সালে যাবতীয় কাজ শেষ করে সেন্সর বোর্ডে জমা দেওয়া হয় এটি।
‘লীলামন্থন’-এ মান্নার সহশিল্পী মৌসুমী, পপি, শাহনূর, মুক্তি, দীঘি, বাপ্পারাজ, আলীরাজ, আনোয়ারা, শহিদুল আলম সাচ্চু, মিশা সওদাগর প্রমুখ। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়, সেন্সর বোর্ড ও মুক্তিযোদ্ধা সংসদে পরিচালকের ঘুরতে ঘুরতে কেটে গেছে পাঁচ বছর। কারণ দুটি ‘আপত্তিকর’ দৃশ্য ও ‘স্পর্শকাতর’ সংলাপ থাকার অভিযোগে সেন্সর বোর্ড আটকে দেয় ছবিটি।
মান্না সাড়ে তিন শতাধিক ছবিতে অভিনয় করেছিলেন। তার অভিনীত উল্লেখযোগ্য ছবি হচ্ছে-সিপাহী, যন্ত্রণা, অমর, পাগলী, দাঙ্গা, ত্রাস, জনতার বাদশা, লাল বাদশা, আম্মাজান, আব্বাজানা, রুটি, দেশ দরদী, অন্ধ আইন, স্বামী স্ত্রীর যুদ্ধ, অবুঝ শিশু, মায়ের মর্যাদা, মা বাবার স্বপ্ন, হৃদয় থেকে পাওয়া ইত্যাদি। মান্না মৃত্যুর আগমূহূর্ত পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্বরত ছিলেন। ২০০৬ সালে "সেরা অভিনেতা" হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

1 comment:

কিভাবে একজন সফল ব্লগার হিসেবে নিজেকে তৈরি করবেন

সফল বলি। একজন সফল ব্লগার হিসেবে যদি আপনি নিজেকে প্রস্তুত করতে চান তবে আপনাকে কয়েকটি বিসয়ের উপরে খুব ভালোভাবে গুরুত্বারোপ করতে হবে। নিম্নে ব...