বৃষ্টির কারণে এশিয়া কাপ ২০১৬ ফাইলান খেলা না হলে কি হবে ? - bdwritten.blogspot.com

Latest

ভালোবাসার গল্পো ,কবিতা,গান, ও না জানা কথা দিয়ে সাজানো

Sunday, March 6, 2016

বৃষ্টির কারণে এশিয়া কাপ ২০১৬ ফাইলান খেলা না হলে কি হবে ?

এশিয়া কাপে
বাংলাদেশ-ভারতের জমজমাট এক
ফাইনালের আশায়
ক্রিকেটপ্রেমীরা। কিন্তু তাদের
সেই আশায় জল ঢেলে দিয়েছে বৃষ্টি।
রোববার দুপুর থেকেই মিরপুরের
আকাশ ছিল মেঘলা। সন্ধ্যা পৌনে
ছয়টায় হঠাৎ মিরপুর শের-ই-বাংলা
স্টেডিয়ামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়।
এরপর বৃষ্টি থামলেও সাড়ে ছয়টা
থেকে ঝড়ো হাওয়ার সঙ্গে ভারী
বৃষ্টি শুরু হয়েছে। এমন অবস্থায়
সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হতে
যাওয়া বাংলাদেশ-ভারত এশিয়া
কাপ ফাইনাল ম্যাচ নিয়ে শঙ্কা
দেখা দিয়েছে।
অনেকের মনে প্রশ্ন জেগেছে, শেষ
পর্যন্ত খেলা না হলে কী হবে।
তাদের জানিয়ে রাখা ভালো,
শিরোপা নির্ধারণী এই ম্যাচের
কোনো রিজার্ভ ডে নেই। তাই ম্যাচ
পরিত্যক্ত হলে দুদলকে যুগ্ম
চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

1 comment:

কিভাবে একজন সফল ব্লগার হিসেবে নিজেকে তৈরি করবেন

সফল বলি। একজন সফল ব্লগার হিসেবে যদি আপনি নিজেকে প্রস্তুত করতে চান তবে আপনাকে কয়েকটি বিসয়ের উপরে খুব ভালোভাবে গুরুত্বারোপ করতে হবে। নিম্নে ব...