খাবার পর যে কাজগুলো করবেন না তা নিম্নে আলোচনা করা হল- - bdwritten.blogspot.com

Latest

ভালোবাসার গল্পো ,কবিতা,গান, ও না জানা কথা দিয়ে সাজানো

Monday, March 7, 2016

খাবার পর যে কাজগুলো করবেন না তা নিম্নে আলোচনা করা হল-

১. ঘুমাবেন না:
অনেকে ভারী খাবার গ্রহণের
সাথে সাথে ঘুমাতে চলে যায়।
এতে ঘুম থেকে উঠার পরও নিজের
পেট ভরা মনে হবে। কারণ, তখন
ঘুমের মাঝে খাবার হজম হতে
পারে না। তাই খাওয়ার পরপর
ঘুমাতে যাবেন না।
২. ধূমপান করবেন না:
খাওয়ার পর একটিমাত্র সিগারেট
পান করলে ১০ টি সিগারেটের
সমান ক্ষতি হয়। ধূমপান করা
অবশ্যই ঠিক নয়। এতে আমাদের
স্বাস্থ্যের অনেক ক্ষতি হয়।
৩. গোসল করবেন না:
খাওয়ার পরপরই গোসল করলে হজম
শক্তি কমে যায়। গোসলের সময়
আমাদের সারা শরীরে রক্ত
দ্রুতগতিতে প্রবাহিত হতে থাকে।
এতে খাবার হজমে সময় বেশি
লাগে।
৪. ফল খাওয়া যাবে না:
ভারী খাবার গ্রহণের পূর্বে ফল
খেয়ে নিন। খাবার গ্রহণের অন্তত
১ ঘণ্টা আগে ফল খেয়ে নিন।
আবার খাবার গ্রহণের ২ ঘণ্টা পর
ফল খেতে পারেন। এতে হজমে
কোন সমস্যা হবে না। খাবারের
পরপর ফল খেলে তা সহজে হজম
হবে না।
৫. চা পান করবেন না:
খাবারের সাথে সাথে চা পান
করবেন না। চায়ে এসিড জাতীয়
বৈশিষ্ট্য বিদ্যামান। এতেও
হজমে সমস্যা হতে পারে।
খাবারের ১ ঘণ্টা আগে বা পরে চা
পান করতে পারেন।–সূত্র: জি
নিউজ।

1 comment:

কিভাবে একজন সফল ব্লগার হিসেবে নিজেকে তৈরি করবেন

সফল বলি। একজন সফল ব্লগার হিসেবে যদি আপনি নিজেকে প্রস্তুত করতে চান তবে আপনাকে কয়েকটি বিসয়ের উপরে খুব ভালোভাবে গুরুত্বারোপ করতে হবে। নিম্নে ব...